December 11, 2023, 10:41 pm
আব্দুর রহমান: সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর। বুধবার দুপুরে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব পদে যোগদান করবেন। এর আগে গত ৩১ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা বদলি ও পদায়ন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সদ্য বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ২০১৮ সালের ৯ অক্টোবর সাতক্ষীরায় যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা। দায়িত্বভার হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা অভ্যর্থনা জানান ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
Comments are closed.