February 14, 2025, 5:45 am
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস২০২৩ উপলক্ষে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, তৈয়েবুর রহমান, এস.এম শামীম পারভেজ, সাবিনা শারমিন, শাহিনা পারভীন, দেবব্রত কুমার মন্ডল, রাবেয়া খাতুন, কবির আহমেদ, এস.এম নওরোজ ফারুক হোসেন প্রমুখ। চিত্রাংকন, দেশের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. আখতারুজ্জামান। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথী।
Comments are closed.