February 11, 2025, 12:17 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ৪টি ইউনিয়নের ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হবে। রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং এ তথ্য জানান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, ১ম, ২য় ও ৩য় পর্যায়ে নবীনগর উপজেলার ৬২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উক্ত আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহ প্রদান করা হয়েছে এবং আগামী ২২শে মার্চ উপজেলার কাইতলা উত্তর, রসুল্লাবাদ, নাটঘর ও জিনোদপুর ইউনিয়নের আরো ১০০টি গৃহহীন পরিবারের হাতে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের মাধ্যমে তাদের গৃহ প্রদান করা হবে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, সাংবাদিক সঞ্জয় সাহা, শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী, শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী, দেলোয়ার হোসেন, খান জাহান আলী চৌধুরী, আবু কাউসার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed.