February 14, 2025, 5:24 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত স্থানীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক “নন্দিত নবীনগর” লিটল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যাউৎসব-২০২৩ খ্রি. এর প্রথম দিনে আয়োজিত মোড়ক উন্মোচনী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা দুপ্রক সভাপতি ও শিক্ষক (অব.) আবু কামাল খন্দকার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাউসার বেগম, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শুক্লা ভট্টাচার্য্য, ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. ইসহাক প্রমুখ। পরে কুষ্টিয়া লালন সঙ্গীত একাডেমি থেকে আগত সমীর বাউল ও তার দল মনোজ্ঞ বাউল সঙ্গীত পরিবেশন করেন।
Comments are closed.