February 11, 2025, 4:49 am
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের মাথাগোঁজার ঠাঁই পেয়ে খুশি আরো ১০০টি পরিবার। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধনের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবীনগর উপজেলার আরো ১০০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের মাধ্যমে গৃহ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে গৃহ প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার, তিন ইউপি চেয়ারম্যান মনির খন্দকার, আল ইমরান, রবিউল আওয়াল রবি, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী, সাংবাদিক আবু কাউসার প্রমুখ। এ সময় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উপকারভোগীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছেন মাথাগোঁজার ঠাঁই দিয়েছেন, আমরা সন্তুষ্ট, আমরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প আওতায় নবীনগর উপজেলায় ১ম ২য় ও ৩য় পর্যায়ে গৃহ পেয়েছেন ৬২০টি গৃহহীন পরিবার এবং চতুর্থ পর্যায়ে আরো ১০০টি পরিবার গৃহ পেয়েছেন।
Comments are closed.