February 11, 2025, 12:24 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
নব জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন

নব জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন

নব জীবন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠান পরিচালনা করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় নবজীবন প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। তিনি বলেন, আজ জাতীর পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস। তিনি এ দেশে জন্মগ্রহন করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি।

তিনি শিশুদের ভালবাসতেন তাদের নিয়ে স্বপ্ন দেখতেন, তাদের শিক্ষার আলো বিস্তারে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। তাই আজ আমরা তার প্রতি শ্রদ্ধা ভালবাসার সাথে স্মরণ করি। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, নব জীবন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কো-অর্ডিনেটর মো. সেলিম মিয়া, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ এর কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টাল হেড বাচ্চু মুনশি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com