February 11, 2025, 1:05 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
নব জীবন এর আয়োজনে ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদ্যাপন

নব জীবন এর আয়োজনে ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদ্যাপন

মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল ২৬ ই মার্চ সকাল ১১.০০ ঘটিকায় নব জীবন প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব জীবন কার্য নির্বাহী পরিষদের সভাপতি মোঃ শামছুল আলম খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা কি, স্বাধীনতা কেন এল তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, একই পিতার দুই সন্তান যদি পিতার নিকট মৌলিক অধিকারের বৈষম্যের শিকার হয় তাহলে সন্তান পিতার সাথে বিদ্রোহ করবে, এটাই স্বাভাবিক। ঠিক এমনটিই এদেশে ঘটেছিল। যার কারণে আপামর নীরিহ জনগন তাদের সর্ব শক্তি নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছিল এবং এদেশ স্বাধীন করেছিল। আর এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি মহান স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো বাঙালীর স্বাধীনতা স্বপ্নেই রয়ে যেত। তাই লাখো শহীদদেরকে আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধায় আর ভালবাসায়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্ত চিন্তায় নিজেদের মানসিকতাকে উন্নত করে সমৃদ্ধ দেশ গঠনে সকলের প্রতি আহবান জানান প্রধান অতিথি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, নব জীবন এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মো. রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টাল হেড বাচ্চু মুনশি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com