February 11, 2025, 11:19 am
কালিগঞ্জ উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও দুস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮এপ্রিল) উপজেলার নলতা ইউনিয়নাধীন এ.এম.আর কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন আ.লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্যে দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন তারালী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট। এসময় উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, তারালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এহসানুল কবির, ভাড়াশিমলা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মামুন হোসেন, সংসদ প্রতিনিধি আব্দুল খালেক ও নলতা এ.এম.আর কলেজের প্রিন্সিপাল তোফায়েল আহমেদসহ আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলতা ইউনিয়ন আ.লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিরোজ হোসেন।
Comments are closed.