February 11, 2025, 12:56 pm
নলতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে ম্যাটসের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। তাদের ৩ দফা দাবি হলো: অনতিবিলম্বের ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রধান এবং বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী “মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। ম্যাটস ৩য় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের যে নতুন কোর্স কারিকুলাম চালু করা হয়েছে এটাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এর শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় ইন্টার্নেশনটি বন্ধ করে দেয়া হয়েছে, যার ফলশ্রুতিতে সঠিক সেবা প্রদান করা সম্ভব নয়। বাংলাদেশ মেডিকেল ডিপ্লোমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন- “এই সোনার বাংলায় বঙ্গবন্ধু ম্যাটসের জন্য যে কারিকুলাম চালু করে গিয়েছিলেন সেটি বহাল থাকার জন্য আজকের এই কর্মসূচি। একজন শিক্ষার্থী ইন্টারনি ছাড়া কিভাবে রোগীদের সেবা করবেন সেটি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাই। আরো জানতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় এত অনিয়ম কেন? এর প্রতিকার আমরা চাই। শিক্ষার্থীরা আরো জানান গত কয়েকদিন আগে আমরা একত্রে ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছি। সেখান থেকে আমরা ফলপ্রসূ কোন উত্তর খুঁজে পাইনি। ক্লাস বর্জন ও এমন অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব ততদিন, যতদিন না পর্যন্ত বঙ্গবন্ধুর দেখানো কারিকুলামে আমাদের শিক্ষা ব্যবস্থা পুনরায় চালু না হবে।
Comments are closed.