September 10, 2024, 10:09 am
দেশের খবর: সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার ১৮ নারী নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে আমিরাত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌছান।এ তথ্য নিশ্চিত করেছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম হেড শরীফুল হাসান ।প্রতারিত ও নির্যাতিত হয়ে ফিরে আসা নারীদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন- ঢাকার সেতু বেগম, ব্রাহ্মণবাড়িয়ার রজিনা, লালমনিরহাটের শিরিনা বেগম, নাটোরের রেবেকা খাতুন, বরিশালের কুলসুম, সিলেটের জোসনা, মৌলভীবাজারের কাবিরুন নাহার ও গাজীপুরের নাসিমা আক্তার।দেশে ফেরা এসব নারী কর্মীরা নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন।ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, গত নয় মাসে নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে ৮৫০ জন দেশে ফিরেছেন।
Comments are closed.