February 14, 2025, 4:36 am
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেড আসমা আক্তার মিতার দাদী আয়েশা বেগম (১১২) আর নেই। ইন্না লিল্লাহি … রাজিউন। রবিবার বাদ জোহর জানাজা নামাজ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিতার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমা আয়েশা বেগম কলারোয়া কিসমত ইলিশপুর গ্রামের প্রায়াত সাধক দরবেশ ফজলুলহক মোড়লের স্ত্রী ও দরবেশ মোতাহার হোসেনের মাতা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আক্তার মিতার দাদী। মৃত্যুকালে আয়শা বেগমের বয়স ১১২ বছর হয়েছিল। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ১কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযা নামাজে শরিক হন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। শিক্ষক খায়বর হোসেন ও শিক্ষক মুহা. গোলাম হোসেন, দরবেশ সাধক মোতাহার হোসেনেসহ বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিবর্গ। জানাযা নামাজ পরিচালনা করেন হামিদপুর মাদ্রাসার ধর্মিয় শিক্ষক মাওলানা মুহা. মতিয়ার রহমান।
Comments are closed.