January 18, 2025, 4:34 pm
পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহ জালালের ২০ যাত্রী আহত হয়েছেন।শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসছিলো। সকাল পৌনে ১০টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে পদ্মা সেতুর ১৭ নং পিলারের সাথে ধাক্কা লাগে ফেরিটির। এতে ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হয়। চালক দ্রুত ফেরিটি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। পরে শিমুলিয়াঘাটে এসে ফেরি শাহজালাল নোঙর করে।
রো-রো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান সাংবাদিকদের বলেন, ‘ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিটি পিলারের গিয়ে ধাক্কা লাগে।’
এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক( বানিজ্য) বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বলেন, ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নং পিলারে ধাক্কা লাগে। এতে ফেরিটির তেমন কোন ক্ষতি হয়নি।
যাত্রী আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, ফেরিটি শিমুলিয়া ঘাটে ভিড়ার পর তেমন আহত কাউকে দেখলাম না। সবাই যার যার মতো চলে গেলো। একজন পায়ে ব্যথা পেয়ে খুঁড়িয়ে হাটছে দেখলাম। এখনও এই রুটে ১২টি ফেরি চলছে।
Comments are closed.