February 14, 2025, 4:54 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
পাঁচপাড়া ঈদগাহ মাঠে যাত্রী সেজে মটর ভ্যান ছিনতাই

পাঁচপাড়া ঈদগাহ মাঠে যাত্রী সেজে মটর ভ্যান ছিনতাই

তালা উপজেলার পাঁচপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন ফাকা রাস্তায় মটরভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা যায়, পাঁচপাড়া ও নগরঘাটায় পথিমধ্য যাত্রী সেজে মটর ভ্যান ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার দিকে নগর ঘাটা ইউনিয়নে ৩০০ বছর বয়সি এই পাঁচপাড়া ঈদগাহমাঠ নামক স্হানে এমন ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন গতকাল সন্ধ্যার দিকে তালতলা গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র আবুল কাশেম সরদার কলারোয়া উপজেলার সরসকাটি বাজার থেকে ৩ জন যাত্রী নিয়ে নগরঘাটা ত্রিশ মাইল মোড়ে নিয়ে আসছিলেন। পথিমধ্যে পাঁচপাড়া ঈদগাহ নামক স্থানে আসা মাত্রই যাত্রী বেসে ঐ ৩ জন ছিনতাইকারী তাঁকে এলো পাতাড়ি বেধড়কভাবে পিটিয়ে আহত করে মটর ভ্যান ছিনতাই করে নিয়ে চলে যায় ৷ তার পরে তাঁর চিৎকারে পথচারী ছুটে এসে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে। তার অবস্থা বর্তমানে আশংকাজনক বলে পরিবার সূত্রে জানা জানিয়েছেন। স্থানীয় অনেক গ্রামবাসী বলেন, নগরঘাটা ইউনিয়নের এই ঈদগাঁহ মাঠে চুরি ডাকাতি ছিনতায় এটা আমরা সারা জনম ধরে দেখছি সেখানে রাত ভারি হোলেই আর কোন রক্ষা নেই। তাছাড়া অসামাজিক কার্যকলাপের হটস্পট এই পাঁচপাড়া মাঠ। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী কতৃক রাতে এই স্থানে টহল বৃদ্ধি করাসহ ভ্যান ছিনতাই কাজে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছেন এলাবাসী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com