February 11, 2025, 11:28 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
পাটকেলঘাটায় প্রবাসীর বাড়ীর সদস্যদের চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে চুরি

পাটকেলঘাটায় প্রবাসীর বাড়ীর সদস্যদের চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে চুরি

পাটকেলঘাটায় প্রবাসীর বাড়ীর সকল সদস্যকে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে চুরি সংগঠিত। ঘটনাটি ঘটেছে ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি গ্রামের ইয়াকুব আলি দফাদারের বাড়িতে বুধবার (২৯ মার্চ) রাতে। পারিবারিক সূত্রে জানা যায়, তারাবি নামাযের আগে পরিবারের সবাই ভাত খেয়েছে। এসময় টিউবওয়েল থেকে খাওয়ার পানি আনা হয়। ধারনা কারা হচ্ছে চোরেরা টিউবওয়েলের ভিতরে পর্যাপ্ত পরিমানে ঘুমের ঔষধ দিয়েছিল। রমজান মাস উপলক্ষে প্রতিদিনের ন্যায় তারাবি নামায পড়ার পরে ঘুমিয়ে পড়েন পরিবারের সবাই। সেহরির সময় প্রতিবেশিরা ডাকাডাকি করলে কারোর কোন সাড়া পাওয়া যায়নি। পরদিন (৩০ মার্চ) ভোর সকালে ছোট ছেলে আলাউদ্দিনের জ্ঞান ফিরলে প্রবাসে থাকা বড় ভাইকে মোবাইল ফোনে সাহায্যের জন্য জানায়। এক পর্যায়ে স্থানীয়রা পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের থেকে প্রাথমিক চিকিৎসা করান। বর্তমানে সবাই বাড়িতে চিকিৎসাধীন আছে। তবে বাড়িতে থাকা ৯ বছর বয়সি নাতি ছেলে আবির হোসেন খুবই অসুস্থ হয়ে পড়েছে। ছোট ছেলে আলাউদ্দিন জানান, চোরেরা তেমন কিছু নিতে পারেনি। আব্বার পকেটে কয়েক হাজার টাকা নিয়ে গেছে। সাথে ২টি মোবাইল ফোন নিয়ে গেছে। ঘরে অন্য গুরুত্বপূর্ণ কোন কিছু ছিলনা। প্রবাসী নূরুল ইসলাম জানান, আমি দেশের বাইরে থাকি, আমার বাড়িতে অনেক টাকা, স্বর্নালংকার থাকতে পারে এমন ধারণা থেকেই হয় তো বা অজ্ঞান পার্টির কবলে পড়েছে আমার পরিবার। পরিবারের সবাই সুস্থ হওয়ার পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, ইয়াকুব আলি দফাদারের বড় ছেলে নূরুল ইসলাম ওরফে আলামিন মালয়েশিয়া প্রবাসী। এ কারণে চোর বা এই অজ্ঞান পার্টি প্রবাসীর বাড়িতে চুরি করেছে। তবে তেমন কিছু চুরি করতে পারেনি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com