September 13, 2024, 2:12 am
সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছে। সোমবার (২১ জুন) সন্ধ্যায় পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহতের নাম সারথী রানী সরকার (৩৭)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভৈরব নগর গ্রামের কানাইলাল সরকারের স্ত্রী।
নিহতের স্বামী কানাই সরকার জানান, রবিবার সন্ধ্যায় ভৈরবনগর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের এসআই মলয় কুমার জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments are closed.