March 20, 2025, 12:06 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
পাটকেলঘাটা নার্সিং হোমে হামলা-মালিক হাসপাতালে-নগদ টাকা ও নার্সিং হোমের যন্ত্রপাতি লুট

পাটকেলঘাটা নার্সিং হোমে হামলা-মালিক হাসপাতালে-নগদ টাকা ও নার্সিং হোমের যন্ত্রপাতি লুট

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন যাবত পাটকেলঘাটা গোডাউন সংলগ্ন শেখ রফিকুল ইসলামের একটি দুই তলা বিশিষ্ঠ ভবন ১৬ বছরের জন্যে প্রতি মাসে ১৭ হাজার টকা মাসিক ভাড়া চুক্তিতে ক্লিনিক পরিচালনার জন্যে মৃত আতিয়ার রহমানের পূত্র গোলাম রসুল ভাড়া নিয়ে দীর্ঘ ৬ বছর যাবত সুনামের সহিত ক্লিনিক পরিচালনা করে আসছে।বাড়ির  মালিক রফিকুল ইসলামের সাথে বেশ কয়েকদিন যাবত হটাত করে তার বাড়ি ছেড়ে দেওয়ার জন্যে আমাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে।অথচ বিল্ডিং মালিকের সাথে গোলাম রসুলের ৩০০ টাকার স্টাম্পে ১৬ বছরের এগ্রিমেন্ট করা আছে।অগ্রিম বাবদ ১২ লক্ষ টাকা এবং অগ্রনী ব্যাংক এর সাদা চেকের স্বাক্ষরকৃত পাতা ব্যাক্তির মালিকের নিকট জমা ছিলো।ক্লিনিকের মালিক চারিদিকে চাপ সহ্য করতে না পেরে থানায় সাধারন ডায়েরী ও ইঞ্জেংশন চেয়ে একটি মামলা করে।কোর্ট মামলাটি আমলে নিয়ে ক্লিনিকের উপর ইঞ্জেংশন জারি করে।অথচ কোর্টের আদেশ অমান্য করে গত ২৯-০৯-১৯ সকাল ৭ টা ৩০ এ শেখ রফিকুল ইসলাম,মোঃ হাফিজুল রহমান,শওকত আলী মোড়ল,মোঃ আব্দুর সবুর মোল্ল্য,শেখ মিলন হোসেন,শেখ আবুল,আব্দুর রাজ্জাক,আয়ুব আলী,সিরাজুল ইসলাম,আব্দুস সামাদ আলী(মুহুরী) শেখ মাসুম ও অজ্ঞ্যাতনামা ৫০-৬০ জন লোক অরক্ষিত ভাবে ক্লিনিকে হামলা চালায়।ক্লিনিকের সকল আসবাবপত্র ভেঙে ফেলে,আল্ট্রাসনো ইসিজি,এ্যানালাইজার,ফিজিওগ্রাফি,কম্পিউটার ও অন্যন্যা আসবাবপত্র অপারেশন থিয়েটারের সকল যন্ত্রাংশ ভাংচুর ও লুটপাট করে এবং ক্লিনিকে রক্ষিত ৩ লক্ষ ৫০ হাজার ও গোলাম রসুলের স্ত্রীর ব্যাবহৃত ৭ ভরি স্বর্নের গহনা লুট করে নেই।ক্লিনিক মালিক গোলাম রসুল ও তার স্ত্রী মোছাঃ হুমায়রা ক্লিনিকের কর্মচারী আব্দুল আলিম ঠেকাতে গেলে শেখ রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মেরে গুরুতর আহত করে হাড়ভাঙ্গা জখম করে।তাদের আত্ম-চিতকারে স্থানীয় লোকেরা সন্ত্রাসীদের থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে  ভর্তি করে।

পরেরদিন হতে গোলাম রসুলের একমাত্র পূত্র গোলাম সালমনী থানায় মামলা দিতে গেলে মামলা না নিয়ে তালবাহানা করতে থাকে।গোলাম রসুলের পূত্র গত ২ তারিখে একটি সংবাদ সম্মেলন করে।যা পরবর্তীতে বিভিন্ন পত্র পত্রিকায় আসে।তবুও পাটকেলঘাটা থানা পুলিশ মামলা নিতে তালবাহানা করে।বাধ্য হয়ে ৭-১০-১৯ তারিখে আদালতে গোলাম রসুল বাদী হয়ে একটি মামলা দায়ের করে।বিজ্ঞ আদালত সরাসরি এজাহার হিসেবে গন্য ও দুরুততম সময়ের মধ্যে আসামীদেরকে গ্রেফতারের জন্যে পাটকেলঘাটা থানাকে নির্দেশ দেই।এ খবর জানার পর আসামীরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্যে চাপ সৃস্টি করে আসছে।ক্লিনিক মালিক গোলাম রসুল জানাই যন্ত্রাংশ,নগদ টাকা এবং স্বর্নালংকার ও মটর সাইকেল সহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি স্বাদন করেছে।গোলাম রসুল আরো জানায় হামলার শুরুতে তিনি পাটকেলঘাটা থানা ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি দেখছি বলে কোন ব্যাবস্থা গ্রহন করেনি।থানা থেকে মাত্র ১০০ গজ দূরে এ রকম একটি নৃশংস ঘটনা ঘটে যাওয়ায় পাটকেলঘাটা থানা পুলিশের ভুমিকা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।তাই ক্ষতিগ্রস্থ গোলাম রসুল ও তার পরিবার ও পাটকেলঘাটা সচেতন মহলে এ ব্যাপারে মাননীয় পুলিশ সুপার ও জেলা প্রশাষক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com