February 14, 2025, 5:12 am
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে কলারোয়া উপজেলা পুলিশিং ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান কলারোয়া উপজেলা পুলিশিং ফোরামের নব নির্বাচিত সভাপতি, সাতক্ষীরা জেলা পরিষদে বারবার নির্বাচিত সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও কেরালকাতা ইউনিয়ন পরিষদে বারবার নির্বাচিত চেয়ারম্যান স ম মোর্শেদ আলী (ভিপি মোর্শেদ)। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা (বাংলা ভাই) ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন। এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কলারোয়া উপজেলা পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সফলতা কামনা করেন এবং বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দের কাছে খোঁজ খবর নেন।
Comments are closed.