October 12, 2024, 3:32 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
প্রকাশ্যে এলো ‘ওয়ার’ সিনেমার গান

প্রকাশ্যে এলো ‘ওয়ার’ সিনেমার গান

প্রকাশ্যে এসেছে ঋত্বিক রোশন ও বাণী কাপুর অভিনীত ‘ওয়ার’ সিনেমার প্রথম গান। গানটির শিরোনাম ‘ঘুঙরু টুট গায়ে’। এটি গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। কুমারের গীতিকাব্যে গানটির সুরারোপ করেন বিশাল ও শেখর।

গানটির শুটিং হয়েছে ইতালির অ্যামাল্ফি উপকূলের সমুদ্র সৈকতে। এই গানের মাধ্যমে এই প্রথম সেখানে বলিউডের কোনো গানের শুটিং হয়েছে। গানটিতে বেশ রোমান্টিক মেজাজে দেখা গেছে ঋত্বিক ও বাণীকে। দেখা গেছে অন্তরঙ্গ মুহূর্তেও।

১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরম ধরম’র জনপ্রিয় একটি গান ‘মোহে আয়ে না সে লাজ/ম্যায় ইতনা জোর সে নাচি/আজ কে ঘুঙরু টুট গায়ে’। গানটির নতুন ভার্সন ‘ঘুঙরু টুট গায়ে’।

বুধবার (৪ সেপ্টেম্বর) গানটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে ওয়াইআরএফ’র ইউটিউব চ্যানেলে।

আগামী ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ঋত্বিক-বাণী ও টাইগার শ্রফ অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা ‘ওয়ার’।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com