December 11, 2023, 11:26 am

প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল সেনবাগের ২০ ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল সেনবাগের ২০ ভূমিহীন পরিবার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২য় পর্যায়ে ভূমি ও গৃহহীন পরিবারকে ভূমি ও  ঘর প্রদান কর্মসূচির অংশ হিসেবে আরো ২০টি জমি ও ঘর পেল নোয়াখালীর সেনবাগের ২০টি ভূমি ও ঘরহীন পরিবার। রবিবার সকালে সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সে   সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করার পর ২০টি পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ক্ষেমালিকা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা,  উপজেলা আওয়ামীলীগের সাবেক সাঃ সম্পাদক বাহার উল্যা বাহার, আওয়ামীলীগ নেতা আলী আক্কাস রতন, আবু নাছের(ভিপি দুলাল), সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, ডমুরুয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, কাদরা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ, অর্জুনতলা ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব,মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, নবীপুর ইউপি চেয়ারম্যান আমিন উল্যা বিএসসি,জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুল। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঘর পাওয়া ব্যক্তি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জমির দলিলপত্র ও ঘরের চাবি পেয়ে ভূমিহীন পরিবারের সদস্যদের চোখেমুখে উচ্ছাস দেখা যায়।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited