December 11, 2023, 10:34 pm

শিরোনাম:
তালার জেয়ালায় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর নির্বাচনী পথ সভা কালিগঞ্জে জনপ্রতিনিধির বাড়িসহ ৩ বাড়িতে চুরি ধরা ছোঁয়ার বাইরে চোরচক্রের সদস্যরা পাইকগাছায় পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দুই ব্যবসায়ীকে জরিমানা ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই: এস এম কামাল খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা
প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ধসে নিহত ১৫

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ধসে নিহত ১৫

প্রবল বৃষ্টিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে বাড়ি ধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। দু’টি বাড়ি ধসে পড়ার মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার রাত ও রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। এদিকে ভবন ধসের ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অবশ্য এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে নিশ্চিতও করেছে উদ্ধারকারী দল। সংবাদমাধ্যমগুলো বলছে, প্রবল বৃষ্টিপাতের পর শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও রোববার ভোররাতে ভিখরোলি এলাকায় দু’টি বাড়ি ধসে পড়ে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে মুম্বাই পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনী।

চেম্বুরের ভরত নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে রোববার ভোররাতে ভিখরোলিতে চার জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা বৃষ্টির পানিতে ডুবে গেছে। এছাড়া আরও পাঁচদিন মুম্বাইয়ে বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited