September 7, 2024, 11:27 am
শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে খোলপেটুয়া নদীর জোয়ারের তোড়ে প্লাবিত দূর্গাবাটি এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড. কাজী এরতেজা হাসান। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ২টায় বুড়িগোয়ালিনীর দূর্গাবাটি সাইক্লোন শেল্টার (পুরাতন ভবন) প্রাঙ্গণে জরুরি খাদ্য সহায়তা করেন। এসময় ড. কাজী এরতেজা হাসান বলেন , বন্যাকবলিত মানুষের পাশে সবসময় শেখ হাসিনা থাকেন। এজন্য তাকে বলা হয় বাংলার জননী।
তিনি মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। বাংলার মানুষকে ভালোবাসেন। আমি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আপনাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের স্থায়ী বেড়িবাঁধ করার জন্য ১১’শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরীফুল ইসলাম খাঁন বাবু, সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ।
Comments are closed.