February 14, 2025, 5:00 am
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ১২৬ রানের টার্গেট দিয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। রোববার মিরপুরে আগে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ১২৫ রানে অলআউট হয় সিলেট। কুমিল্লার সামনে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার হাতছানি।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বাজেই সিলেটের। ১৬ রানের মধ্যে তিন উইকেট হারায় দলটি। দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেলের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দেন শফিকুল্লাহ গাফারি (৫)। একই ওভারে রানআউটের শিকার হার্ড হিটার তৌহিদ হৃদয় (০)। পরের ওভারে বল করতে আসেন কুমিল্লার ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। নিজের প্রথম ওভারেই সফল তিনি। ফেরান ৪ বলে দুই রান করা জাকির হাসানকে। এমন অবস্থায় দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন ওপেনার নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।দলীয় ৭২ রানে শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে তানভিরের তালুবন্দি হন মাশরাফি। ১৭ বলে দুই চার ও ছক্কায় ২৬ রান করেন ম্যাশ। তার বিদায়ের পর টিকতে পারেননি শান্তও। তানভিরের বলে বোল্ড হয়ে যান ২৯ বলে চারটি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান করা শান্ত।মুশফিকুর রহীম ২২ বলে করেন ২৯ রান। জর্জ লিন্ডে ১৪ বলে করেন ১৩ রান। শেষের দিকে সিলেটের ব্যাটিং দেয়াল ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। বল হাতে কুমিল্লার হয়ে তানভির, রাসেল, মুস্তাফিজুর দুটি করে উইকেট নেন।
Comments are closed.