December 11, 2023, 1:36 pm

শিরোনাম:
কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই: এস এম কামাল খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা কুল্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অবাধে বিক্রি হচ্ছে নদী খননের মাটি, প্রশাসন নীরব পীর জয়নুদ্দীন শাহ্র মাজার জিয়ারত এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ কালিগঞ্জে সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভা
বকচারায় আদালতের নির্দেশ অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের পায়তারা

বকচারায় আদালতের নির্দেশ অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের পায়তারা

সাতক্ষীরা সদর উপজেলার বকচারা পশ্চিম পাড়ায় আদালতের নির্দেশনা অমান্য করে অন্যের জমিতে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। এব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং-২৩১৮/২৩। সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার জেএল ৯৩নং কাশিমপুর মৌজার সাবেক মালেক কিনু মোল্যা গং দের অধিনে কাত বার্ষিক ৬/৯ পাই খাজনায় নালিশী সাবেক ২১১৩ দাগের ০.০৩ একর জমিসহ .৯৬ একর জমিতে আলিম উদ্দীন সরদারের ছেলে বক্তার সরদার একক স্বত্ব দখলী জমি জমা থাকে। এস.এ জরিপে বক্তার সরদার এর একমাত্র পুত্র করিম বকস সরদারের নামে উক্ত জমি এস.এ রেকর্ড চূড়ান্ত ভাবে প্রকাশিত হয়। ডি.এস এস.এ ও বি.এস মূলে আলাউদ্দীন সরদার ও বদর উদ্দীন সরদার ১১ শতক সম্পত্তির দাবিদার। করিম বকস সরদার মৃত্যু বরণ করিলে আলাউদ্দীন সরদার ও বদর উদ্দীন সরদার ওয়ারেশ থাকে। তাহারা উভয়ে পিতৃ ত্যাক্ত সম্পত্তিতে স্বত্ববান ও ভোগ দখলীকার হয়ে আছেন। হাল জরিপে ১৬৫৯ নং খতিয়ানে হাল ৫১৮৮ দাগে রেকর্ড হওয়া ইতিমধ্যে চূড়ান্ত ভাবে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে বদর উদ্দীন সরদার ৭ পুত্রসহ অন্যান্যরা ওয়ারেশ থাকে এবং তাহারা পিতৃ ত্যাক্ত সম্পত্তিতে শান্তিপূর্নভাবে ভোগ দখলীকার হয়ে আছেন। কিন্তুু, একই গ্রামের মৃত আছালদ্দীন সরদারের ছেলে মো. সামছুজ্জামান (মামুন), মৃত মোমিন মোল্ল্যার ছেলে আব্দুল জব্বার মোল্ল্যা, আব্দুল জব্বার মোল্ল্যার ছেলে আবু জর, সামছুজ্জামান মামুনের ছেলে ওহিদুজ্জামান (মধু) সম্পূর্ণ গায়ের জোরে নালিশী জমির অংশে দুই তলা পাকা ঘর নির্মাণ করেন এবং নালিশী সম্পত্তিতে ইট, বালু, খোয়া, মজুদ রেখে ভিত তুলে নতুন পাকা স্থাপনা করার পায়তারা চালাচ্ছে। এব্যাপারে ১৭ নভেম্বর ২০২৩ তারিখে সাতক্ষীরা থানা কর্তৃক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সূত্র মোতাবেক নোটিশ প্রদান করেন। এরপরেও আইনের তোয়াক্কা না করে বহাল তবিয়তে কাজ চলমান রেখেছে। এ বিষয়ে আলাউদ্দীন সরদার ও বদর উদ্দীন সরদার আদালতের নিদের্শনা অমান্য করে স্থাপনা কাজ বন্ধ রাখার দাবী জানালে তাদের উপর চড়াও হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। একপর্যায় আলাউদ্দীন সরদার ও বদর উদ্দীন সরদার জীবন বাঁচাতে দৌঁড়ে ঘটনাস্থল ত্যাগ করে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited