December 13, 2024, 7:40 pm
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে সোমবার দুপুরে অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় অন্যান্যের মধ্যে ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজি) মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত আইজি এসএম রুহুল আমিন, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান বিপিএম (বার), অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ বিপিএম, ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান পিপিএম (বার)সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed.