September 14, 2024, 10:30 am
জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ১২ জন অতিরিক্ত সচিব। শনিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫’র ১৫ আগষ্টে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত সচিবরা হলেন- হামিদুর রহমান খান, রবীন্দ্রশ্রী বড়য়া, ড. মহা. বশিরুল আলম, অমল কৃষ্ণ মন্ডল, মল্লিক সাঈদ মাহবুব, এমডি আবদুস সালাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, রেজাউল করিম, আবদুর রহমান খান, হাফিজুর রহমান।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are closed.