September 7, 2024, 10:50 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের সুতানপুর পিএন হাইস্কুল এন্ড কলেজ ফুটবল মাঠে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আবদুল গনি, সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয় সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলায় ২-০ গোলে গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় অংশ নেয় রইচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় টাইবেকারে শিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে রইচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি প্রদান করেন। খেলার রেফারী ছিলেন আবুল আলাম ফরহাদ ও সহকারি রেফারী ছিলেন ইসমাইল হোনের ও পারভেজ। এসময় জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, সদর উপজেলার প্রাথমিক বিদ্যাণয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com