September 10, 2024, 11:52 am
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে রবিবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তন হল রুমের সামনে এসে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে উপ জেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তন সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইন চার্জ হালিমুর রহমান, অতিরিক্ত আঞ্চলিক মৎস্য কর্মকর্তা বিপুল কুমার বসাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল -রাজ টোকন প্রমুখ। এছাড়াও মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মশিউর রহমান, মৎস্যজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। আলোচনা সভা শেষে ৪জন সফল মৎস্য চাষির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
Comments are closed.