December 11, 2024, 7:14 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বসবাসের অযোগ্য নগরী ॥ সন্ত্রাস বাড়ছে হারারেতে

বসবাসের অযোগ্য নগরী ॥ সন্ত্রাস বাড়ছে হারারেতে

সম্প্রতি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্টে বিশ্বের বসবাসযোগ্যতার দিক থেকে ১৪০টি শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় থাকা সবচেয়ে নিচে অবস্থান করা শহরগুলো নিয়ে আজকের বিশেষ আয়োজন- সন্ত্রাস বাড়ছে হারারেতে : জিম্বাবুয়ের রাজধানী ও অন্যতম প্রধান শহর হারারে। ২০০৯ সালে যার আনুমানিক জনসংখ্যা ধরা হয় ১৬ লাখ ৬ হাজার। ৯৬০.৬ বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট এ শহরে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ২ হাজার ৫৪০ জন। প্রশাসনিকভাবে হারারে প্রদেশের অন্তর্ভুক্ত এ শহরটি। জিম্বাবুয়ের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয় এটিকে। বিগত ৩ বছরের হিসাব করলে এখানে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে ৫৪.৫১ শতাংশ হারে। এর মধ্যে মানুষের বসতবাড়ি ভেঙে দেওয়া আর ডাকাতি বেড়েছে উচ্চহারে। তবে বর্ণবাদ আর ধর্মীয় কোন্দল কম আছে। প্রশাসন দিনের আলোয় নিরাপত্তা দিতে পারে ৬১.৬৯ শতাংশ, রাতে এ হার থাকে একদম অর্ধেক। অনিরাপদ শহর হিসেব এর অবস্থান সপ্তম।-সংগৃহীত


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com