সাতক্ষীরার বহুল প্রচারিত, দৈনিক দৃষ্টিপাতের ১৮তম প্রতিষ্ঠার বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় দৃষ্টিপাতের বাঁশদহা প্রতিনিধি প্রভাষক অহিদুজ্জামান লাভলুর সভাপতিত্বে রেউই বাজারে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন, ডা. আল-মামুন, প্রভাষক আমিনুল হাসান রাসেল, মাষ্টার ফরিউদ্দীন রাজ। উক্ত আলোচনা সভায় বক্তরা দৃষ্টিপাত প্রত্রিকার ১৯তম বছরে পদার্পন করায় উত্তোরত্তর সমৃদ্ধি ও শুভকামনা করেন । এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেঁড়াগাছী প্রতিনিধি অহিদুজ্জামান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি আবুল আমিন, সাংবাদিক জুলফিকার আলী, জিয়াউর রহমান, শফিকুর রহমান, নাজমুল হুসাইন, মনিরুজ্জামান বাবু, যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও দোয়া পাঠ করেন দৃষ্টিপাতের বৈকারী প্রতিনিধি আলমগীর হুসাইন।