February 14, 2025, 5:25 am
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সুজন বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুধীপ্ত সরকার সূর্য, সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পদক বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি সভাপতি এ্যাড.সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক ঋত্বিক রায় বাহাদুর সহ আরো অনেকে।
Comments are closed.