February 11, 2025, 12:57 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় শান্তি সমাবেশ

সরকার বিরোধী আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেবহাটায় শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আ.লীগ। শনিবার বিকেল ৪টায় উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা আলমগীর হোসেন সাহেব আলী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশ ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। গত কয়েক বছরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসা, শিল্প-কারখানা, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে, তা স্বাধীনতা পরবর্তী কোন সরকার করতে পারেনি। বর্তমানে দেশের প্রায় প্রতিটি নাগরিক কোন না কোন সরকারি সুবিধা ভোগ করছেন। বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে, আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি কমিউনিটি ক্লিনিক চালুর মাধ্যমে চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। ঘরে ঘরে শিশুকার্ড, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা, মাতৃত্বকালীন ভাতা পৌঁছে দিয়েছে। অপরদিকে সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি ও জামায়াত দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতা মূলোক কর্মকান্ড চালিয়ে সাধারণ মানুষের ক্ষতিসাধন করে চলেছে। গেল কয়েক বছরে সাধারণ মানুষ ভাল আর মন্দের পার্থক্য বুঝতে পেরেছে উল্লেখ করে জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা খেটে খাওয়া সাধারণ মানুষ, সরকারের সকল সুবিধা ভোগ করছেন।

বিএনপি-জামায়াত বা কোন ধর্মব্যবসায়ী, নাশকতাকারীর প্ররোচনায় পড়ে ভুল পথে পরিচালিত না হওয়ার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি নাজমুস শাহাদাত, ইউপি সদস্যা ফরিদা পারভীন, খাদিজা পারভীন, রাহিলা পারভীন, সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী, শওকত হোসেন, মাহমুদ গাজী, মনিরুল ইসলাম, ১নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজগর আলী, ৩নং ওয়ার্ডের সভাপতি মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ডের সভাপতি শেখ ছবিলুর রহমান, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আকবর আলী, ৭নং ওয়ার্ডের সভাপতি মাহমুদ গাজী, সাধারণ সম্পাদক শামছুর রহমান, ৮নং ওয়ার্ডের সভাপতি মোমিন গাজী, সাধারণ সম্পাদক আকবর আলী, ৯নং ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তাপস রায়সহ মূলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com