October 12, 2024, 4:44 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
বিশ্বের গণমাধ্যমে নুসরাত হত্যার রায়

বিশ্বের গণমাধ্যমে নুসরাত হত্যার রায়

ডেস্ক নিউজ: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান (রাফি) হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার বেলা ১১টা ৮ মিনিটের দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এই রায় পড়ে শোনান। অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামির মৃত্যুদণ্ডের আদেশসহ আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেয়ার আদেশ দিয়েছেন আদালত।বাংলাদেশের বহুল আলোচিত ফেনীর এই মাদ্রাসা ছাত্রীর খুনিদের ফাঁসির আদেশের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম।মামলার রায় ঘোষণার পরপরই রয়টার্স, বিবিসি, আল-জাজিরা, ফক্সনিউজ, এনডিটিভি, চ্যানেল নিউজ এশিয়া, অনলাইন সংস্করণে একেবারে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের এই মামলার রায়।বিবিসি শিরোনাম করেছে- ‘নুসরাত জাহান রাফি: আগুনে পুড়িয়ে হত্যায় ১৬ হত্যাকারীর ফাসির রায়’। আদালত যে দ্রুততম সময়ের মধ্যে এই রায় দিয়েছে সেটাও উল্লেখ করেছে তারা। খবরে বলা হয়েছে, মাদ্রাসার অধ্যক্ষ ও নুসরাতের দুই নারী সহপাঠীও এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন। নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের আদালতের দ্রুততম রায়গুলোর মধ্যে এটি একটি। আসামিরা উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।রয়টার্সের শিরোনাম- ‘বাংলাদেশে হয়রানির পর কিশোরীকে হত্যার মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ডের রায়’। প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় কিশোরী নুসরাতকে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষসহ ১৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ ও দোষীদের বিচারের যে আশ্বাস দিয়েছিলেন সেটাও উল্লেখ করেছে রয়টার্স।আল-জাজিরা শিরোনাম করেছে- ‘নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদণ্ড’। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। নুসরাতের বাবার বক্তব্যও প্রকাশ করেছে তারা। ‘আমার মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে তা পুরো দেশ দেখেছে। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে এই পরিণতি ভোগ করতে হয়েছিল,’।ফক্স নিউজের শিরোনাম- ‘নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুরুতে দগ্ধ হওয়া কিশোরী হত্যার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষসহ ১৬ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। ঢাকার বাইরের একটি ছোট্ট শহরে নুসরাত জাহান রাফির মৃত্যু গোটা দেশকে হতবাক করেছিল।এনডিটিভির শিরোনামে বলা হয়- ‘বাংলাদেশে ১৯ বছরের নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির ফাঁসি’। সংবাদে বলা হয়েছে, নুসরাতকে হত্যা সারাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে বলে সংবাদে তথ্য দেওয়া হয়। মামলার কৌঁসুলি হাফিজ আহমেদ বলেন, এই রায় এটাই প্রমাণ করে বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ নিষ্কৃতি পাবে না। বাংলাদেশে আইনের শাসন রয়েছে।আন্তর্জাতিক এসব গণমাধ্যম নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার খবর ফলাও করে প্রকাশ করেছে ভারতের মূলধারার সবকটি গণমাধ্যম।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া ট্যুডে, টাইমস অব ইন্ডিয়া, কলকাতার আনন্দবাজার এ ফাঁসির আদেশের সংবাদ প্রকাশ করেছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com