September 7, 2024, 10:15 am
আজিজুর রহমান
সূর তোলা বাঁশিটির
মন ভুলা সুরে,
হৃদয়টি ছিলো পাষাণ
পারিনি ভুলাতে তারে।
ব্যর্থতা ছিলো বুঝি
ঐ বাঁশির সুরে।
কাশবন বাঁশ বন
আরো পথ ঘুরে,
দ্বারে দ্বারে কেঁদে মরে
অচেনা এক টানে।
মৃদু মৃদু পবনে
পাল তোলা নাইয়ে,
দূর থেকে ভেসে আসে
সেই গীতের সুর যে।
আঁকা বাঁকা মেঠোপথে
অচেনা এক গাঁয়ে।
বকুলের গন্ধে, যেনো
ভাঙ্গে ঘুম ততোক্ষণে।
ব্যর্থ বাঁশিটি খুঁজে ফিরে রমণীর,
ক্লান্ত দেহে তাই,
ঘুমিয়ে পড়ে বিষের বিন।
Comments are closed.