February 11, 2025, 4:29 am
সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলরবৃন্দদের সাথে নিয়ে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। শুক্রবার বিকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল ও মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি ভারপ্রাপ্ত মেয়রসহ সকল কাউন্সিলরদেরকে মিষ্টিমুখ করান। সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের নাগরিক সেবা প্রদানে ভারপ্রাপ্ত মেয়র ও সকল কাউন্সিলরদেরকে আরো বেশি আন্তরিক হওয়ার আহবান জানান এমপি রবি। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
Comments are closed.