September 10, 2024, 11:01 am
শ্যামনগরে সিসিডিবি স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের মধ্যে জরুরী সাড়া প্রদান হিসেবে খাবার পানি বিতরণ করেছে। জোয়ারের পানিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার পরিবার নিরাপদ খাবার পানির সংকটে পড়েছে। অন্তত ছয়টি গ্রাম লবণ পানিতে প্লাবিত হয়েছে। জরুরী সহযোগিতা হিসেবে প্রকল্পটি ১৮ জুলাই, ২০২২ থেকে পোড়াকাটলা, দুর্গাবাটি, টুঙ্গিপাড়া, বিলাইত এবং আড়পাঙ্গাশিয়ার গ্রামের মানুষের মধ্যে পানীয় জল বিতরণ শুরু করে এবং এটি আগামী ৭-১০ দিন অব্যাহত থাকবে।
এখন পর্যন্ত মোট ১০০০ জন স্বেচ্ছাশ্রমে বাধ মেরামত শ্রমিক এবং ৩০০ পরিবারের পানি পেয়েছেন। সিসিডিবি থেকে এই ধরনের সহযোগিতা পেয়ে ভুক্তভুগিরা খুশি। পানি বিতরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিভিন্ন স্টেকহোল্ডার যেমন ইউপি সদস্য, স্থানীয় নেতা, স্বেচ্ছাসেবক, কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টার ওয়্যারের সদস্য এবং প্রকল্পের ম্যানাজার এসএম মনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Comments are closed.