December 11, 2023, 1:17 pm
ভারতের কর্ণাটকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০ বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের দাবি করেছে রাজ্য পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে তাদের আটক করে বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কয়েকদিন ধরে পাওয়া অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় অভিযান চালান ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। এসময় মোট ৩০ জনকে আটক করা। পুলিশের দাবি, এই ৩০ জনই বাংলাদেশের নাগরিক, তাদের কাছে ভারতে বসবাস করার ভিসা ছিল না। তাদের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট’ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের নিজদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
Comments are closed.