December 11, 2023, 10:50 pm
দেশজুড়ে বেড়ে যাওয়া করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। কঠোর লকডাউন চলাকালে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।নতুন সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে ব্যাংকের নিজেদের কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, জেলা সদর ও উপজেলায় একটি করে শাখা খোলা থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, লকডাউনের এই সময়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে।
Comments are closed.