February 11, 2025, 11:07 am
তরুণ প্রজন্মেও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর গঠনমূলক সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন পরিচালিত “ইয়াং ওমেন ইকোনোমিক এম্পার্মেন্ট” প্রকল্পের অংশ হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় নারী যুবদেরকে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার অংশ হিসেবে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। মৌলিক নীতিমালা ও কর্মকা-ের মধ্যে রয়েছে নারী যুবদের ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া, সহায়তার মনোভাব তৈরি করার মাধ্যমে যুব নারীরা তাদের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে কাজ করবে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ.বি. এম খালিদ হোসেন সিদ্দিকী। এমসয় বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ডিরেক্টর (ইওয়াইই) নিশাত আফরোজ, ডেপুটি ম্যানেজার (ইওয়াইই) সাবেরা ইয়াসমিন, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা প্রকল্প অফিসের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান রাসেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান।
Comments are closed.