February 11, 2025, 12:55 pm
পাটকেলঘাটা এলাকার আমগাছগুলোতেও এখনো পর্যন্ত প্রাকৃতিক আবহাওয়া অনুকুলে থাকায় আমের গুটির ধরন থেকে ভালো ফলন পাওয়ার আশা করছেন এই এলাকার আমচাষিরা। উপজেলা কৃষি অফিস বলছে, নিজেদের ও স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাটকেলঘাটার আম বিদেশে রপ্তানিও করা হয়। নানান প্রজাতের ও নামের আম চাষ হয় এই এলাকায়। গোপালভোগ, হিমসাগর, রুপালী, মল্লিকাসহ উৎপাদন হয় বিভিন্ন জাতের আম। বিগত বছরগুলোতে বিদেশে রপ্তানি করে এ অঞ্চলে অর্থনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে অনেক কৃষকের। অনেকেই বাণিজ্যিকভাবে আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। মৌসুমি আমচাষি ও ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, ‘আমের মৌসুমে শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে। এটা অব্যাহত থাকলে এবারও আমের বাম্পার ফলন ও উৎপাদনে লাভের মুখ দেখা যেতে পারে। তবে অনেক দিন বৃষ্টির প্রভাব না ধাকায় আমের গুটি ঝরতে শুরু করেছে।’ একই এলাকার আম চাষি মাসুদ রানা সবুজ এই প্রতিনিধিকে জানান, ‘অনেকে নিজেদের আম গাছের পাশাপাশি অন্যদের আম গাছ লিজ নিয়ে থাকেন। সেটা ছাড়াও পোকা-মাকড় মুক্ত রাখতে ওষুধ, স্প্রে থেকে শুরু করে আম গাছের পরিচর্যা ও ফলনের পর সেটা বাজারজাতকরণ পর্যন্ত অনেক পরিশ্রম ও খরচ হয়। ভালো ফলন ও শেষ পর্যন্ত উৎপাদন ঠিকঠাক থাকলে লাভবান হন আমচাষিরা।’ এ বিষয়ে তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা বেগম জানান, ‘এ বছর উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে আমের ফলন হচ্ছে। অনেকে বাণিজ্যিকভাবে আম চাষ করে আবার অনেক বাগান কিনে পরিচর্যা করে লাভবান হচ্ছেন। প্রতিবছর এ উপজেলায় প্রতি হেক্টরে প্রায় ১৫ মেট্রিক টনের মতো ফলন হয়।
Comments are closed.