February 14, 2025, 4:35 am
শ্যামনগর ভূরুলিয়ায় ইমামের নামে মিথ্যা মামলায় গ্রেফতার করায় মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের সন্মুখে একই এলাকার স্থানীয় নারী পুরুষের উপস্থিতিতে মাজাট অনন্তপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ইমাম মাও. সাজ্জাদ হোসাইনকে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিতিরা উল্লেখ করেন, মাজাট অনন্তপুর হাফিজিয়া মাদ্রাসার সাথে সংযুক্ত জামে মসজিদের ম্যানেজিং কমিটির অর্থ আত্মসাৎ ও তছরূপ করাকে কেন্দ্র করে এ মিথ্যা মামলায় জড়িয়েছেন। ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ কমিটির লোকজন মসজিদের ইমাম মাও. সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। গত ইং ১৭/০৩/২০২৩ তারিখ চালিতাঘাটা গ্রামের আব্দুস সালাম মোড়লের পুত্র নূর ইসলাম মোড়ল পরিকল্পিতভাবে তার নিজ বাড়িতে মাও. সাজ্জাদ হোসাইন ও তার পরিবারকে দাওয়াত করেন। খাওয়ার আগেই সাজ্জাদ হোসাইনের হাত পা বেঁধে কায়দার মারপিট করে মিথ্যা অপবাদ দিয়ে শ্যামনগর থানা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে শ্যামনগর থানায় ২৪ নং মামলা করেন। মানববন্ধনে বক্তব্যরা বলেন, একজন ভালো ব্যক্তিকে মিথ্যা তথ্য দিয়ে আটক করা হয়েছে আমরা তার সুষ্ঠু তদন্ত চাই প্রশাসনের কাছে। যদি ঘটনাটি মিথ্যা হয় তাহলে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় বক্তব্য রাখেন, মাওলানা গোলাম সরোয়ার, শেখ জামির হোসেন, জহুরুল আলী মল্লিক, শেখ আব্দুস সবুর, আব্দুল ওহাব, হবি মোড়ল, ইউসুফ সরদার, শেখ মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য শেখ আব্দুল হামিদ প্রমুখ।
Comments are closed.