February 11, 2025, 11:59 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
ভোমরা স্থলবন্দরে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৩টি স্বর্ণেরবার উদ্ধার

ভোমরা স্থলবন্দরে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৩টি স্বর্ণেরবার উদ্ধার

সাতক্ষীরার ভোমরা বন্দরে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৩টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। যার ওজন ৩০ভরি। বুধবার সকালে ভোমরা বন্দরে অভিযান চালিয়ে এ সোনার বার উদ্ধার করা হয়। আটককৃত পাসপোর্ট যাত্রীর নাম মোহাম্মদ নাফিজ শেখ (২৯)। তিনি মুন্সীগঞ্জ জেলার কপিবাগ গ্রামের আব্দুল সাত্তার শেখের ছেলে।  ভোমরা কাস্টমস্ গোয়েন্দা অফিস জানায়, বাংলাদেশ থেকে ভারতে কৌশলে অভিনব কায়দায় সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি বিশেষ টিম ওৎ পেতে বসে থাকে কাস্টমস সংলগ্ন এলাকায়। সন্দেহভাজন পাসপোর্ট যাত্রী কাস্টমস্ এলাকা অতিক্রম করে ইমিগ্রেশনে যাওয়ার সময়ে তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস্ গোয়েন্দা কর্মকর্তারা। তবে তার কাছে থাকা সোনার বারের কথা অস্বীকার করায় তার দেহ তল্লাশীর পর তার ব্যাগেজ কাস্টমসের স্ক্যানিং মেশিনে স্ক্যান করা হয়। এরপরও যাত্রীর নিকট থেকে কিছু না পাওয়া গেলে তাকে সাতক্ষীরা ডক্টরস ল্যাবে নিয়ে এক্স-রে করার পর তার পায়ূপথে সোনার অস্তিত্ব পায় কাস্টমস্ গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃত যাত্রীর পায়ূপথ থেকে ৩টি সোনার বার লাল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। এরপর জব্দকৃত সোনার বার সাতক্ষীরার একটি জুয়েলার্সে মেপে দেখা যায়, সোনার বারের ওজন ৩৪৮ গ্রাম এবং তার আনুমানিক বাজার মূল্য ২৫ লক্ষ ৬৫ হাজার টাকা। ভোমরা কাস্টমস্ গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা সেলিম চৌধুরী জানান, আটক মোহাম্মদ নাফিজ শেখের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৫ (বি) এর ১ (এ) ধারায় মামলা দিয়ে তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com