March 27, 2025, 5:51 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
ভ্রাম্যমাণ আদালতে পানসি হোটেলকে জরিমানা এবং ক্লিনিক মালিকের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে পানসি হোটেলকে জরিমানা এবং ক্লিনিক মালিকের কারাদণ্ড

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে পানসি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা এবং সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকের মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের পানসি হোটেল পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সে সময় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান এবং নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সে অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হকের নেতৃত্বে পানসি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩০ হাজার টাকা এবং হোটেলের বর্জ্য প্রাণ সায়ের খালে ফেরার কারণে পরিবেশ সংরক্ষন আইনে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।পরে শহরের সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে অভিযান চালিয়ে ক্লিনিকে সার্বক্ষনিক দায়িত্ব প্রাপ্ত কেউ না থাকা,নিষিদ্ধ ঔষধ পাওয়া এবং অপরাশেন থিয়েটার নষ্ট থাকায় ক্লিনিকের মালিক আক্কাজ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com