February 11, 2025, 12:23 pm
মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানকে রড়ের আঘাতে মারাত্মকভাবে জখম করেছে একই এলাকার নজরুল ইসলাম ওরফে (ননলু) নামের এক মাদক ব্যাবসায়ী। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাড়ি থেকে কলবাড়ি বাজারে আসার পথে পথরোধ করে তাকে লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে উক্ত মাদক সম্রাট নজরুল ইসলাম (ননলু)। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে মোস্তাফিজুরের আতœীয়স্বজন গেলে উক্ত মাদক ব্যবসায়ী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় সূত্র জানাগেছে যে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকার মৃত্যু আমির উল্লাহ মোল্লা ছেলে নজরুল ইসলাম (ননলু) একজন মাদক ব্যবসায়ী।
সে দীর্ঘদিন মাদক ও চোরাচালানের সাথে সম্পৃক্ত রয়েছে বলে এলাকাবাসিরা জানিয়েছেন। এ পর্যন্ত বহু বার ডিবি পুলিশ ও শ্যামনগর থানা পুলিশের হাতে মাদকসহ ধরা আটক হয়। বতর্মানে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় আবার মাদক ব্যাবসা চালাতে থাকে। তার অবৈধ কাজে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেন, এলাকার লোকজনসহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এলাকাবাসীর অভিযোগ করে আরও বলেন, মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে ননলু পাগলকে এ ব্যবসা ছেড়ে দিতে বললে ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়ে যায়। আহত যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে কলবাড়ি বাজারে আসার সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম হঠাৎ তার পথরোধ করে পিছন থেকে রড দিয়ে আঘাত করে। এর পর আমি আর কিছু বলতে পারিনা, আমার জ্ঞান হারিয়ে যায়।
Comments are closed.