December 13, 2024, 7:26 pm
যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তিনি মায়ের মতো একজনকে হারিয়েছেন। তার মতে, বিশ্ব অভিভাবক রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে সোমবার প্রয়াত রানিকে শায়িত অবস্থায় শ্রদ্ধা জানান তিনি। এরপর ল্যাঙ্কাস্টার হাউসে একটি শোক বইতে সই করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ওয়েস্টমিনস্টারের প্রাসাদে রানির প্রতি শেষ শ্রদ্ধা জানান।’ রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন বঙ্গবন্ধুকন্যা। এর আগে ওয়েস্টমিনস্টারে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার ছোট বোনকে স্বাগত জানান ব্রিটিশ স্পিকারের প্রতিনিধি। শ্রদ্ধা নিবেদন শেষে ল্যাঙ্কাস্টার হাউসে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকি ফোর্ড।
Comments are closed.