February 14, 2025, 5:46 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মাযাহিরুল উলুম মাদ্রাসায় হাসিমুখের উপহার প্রদান

মাযাহিরুল উলুম মাদ্রাসায় হাসিমুখের উপহার প্রদান

মাযাহিরুল উলুম মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের ‘ হাসিমুখ’ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেঞ্চুরী সাতক্ষীরার উদ্যোগে রোববার বেলা ১২টায় সাতক্ষীরা সদরের দহাকুলায় ” হাসিমুখ” এর উপহার সামগ্রী বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালনা দায়িত্বে থাকা মাও. মুহসিনের সভাপতিত্বে শিশু শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি হাবিব, মুফতি আলআমিন, মাও. তাওহিদুর রহমান, হাফেজ সাদ, সোহেল। উপহার সামগ্রী বিতরণকালে মায. মুহসিন বলেন, ‘হাসিমুখের এ ধরনের উপহার মাদ্রাসা শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করবে। তারা উপহার সামগ্রী পেয়ে খুব খুশি হয়েছে। আমরা চাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে হাসিমুখের এ ধরনের কার্য্ক্রম চলমান থাকুক।’ শেখ এজাজ আহমেদ স্বপন জানান ‘সকলের মুখে হাসি ফোটতে এ ধরণের কার্য্ক্রম অব্যাহত থাকবে।’ হাসিমুখের পক্ষ থেকে হেফজ খানার জন্য ১১জনের জন্য কুরআনুল মাজীদ ও ৬০ জন সাধারণ শাখার শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com