September 10, 2024, 11:23 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাবিনা-স্বপ্নারা

মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাবিনা-স্বপ্নারা

ফিফা ওম্যান্স মালয়েশিয়ার চেয়ে র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপ পিছিয়ে বাংলাদেশ। আবার দুই দলের সবশেষ দেখায়ও জিতেছিল মালয়েশিয়া। তাই বৃহস্পতিবার প্রথম প্রীতি ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল মালয়েশিয়া। তবে সেটা মাঠের ফুটবলে একটুর জন্যও বুঝতে দেননি সাবিনা খাতুন-সিরাত জাহান স্বপ্নারা। শুরু থেকেই এদিন সফরকারী মেয়েদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত সেটা ধরে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দেয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের মেয়েরা জিতেছে ৬-০ গোলে। স্বাগতিকদের হয়ে আঁখি খাতুন ২টি, সাবিনা খাতুন সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানী করেন একটি করে গোল। ঘরের মাঠে বৃহস্পতিবার শুরু থেকেই মালয়েশিয়াকে চেপে ধরে বাংলাদেশ দল। এ সুবাদে স্বাগতিকরা জালের দেখা পেয়ে যায় ষষ্ঠ মিনিটেই । সে সময় কর্নার থেকে ডিফেন্ডার আঁখি গোল করেন। এরপর বাংলাদেশ আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকে। তাইতো ম্যাচের ২৫তম মিনিটে অধিনায়ক সাবিনা গোল পেয়ে যান।

৩৬ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ দল। এবারের গোলেও অবদান রাখেন সাবিনা। শর্ট কনার থেকে তার ক্রস বক্সে আঁখি খাতুনের পায়ের সামনে পড়ে। গোললাইনের সামনে পাওয়া বলে প্লেসিং করতে ভুল করেননি আঁখি। এগিয়ে ৪৫তম ব্যবধান ৪-০ করে বাংলাদেশের মেয়েরা। এবারও গোলে অবদান রাখেন সাবিনা। তার বাড়ানো বলে স্বপ্না প্লেসিংয়ে গোল করেন। এ অর্ধেই তাই স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

বিরতির পরও দাপট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এ অর্ধে কিছুতেই গোলের দেখা পাচ্ছিলো না দলটি। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচের ৬৬তম মিনিটে মনিকা চাকমা স্বাগতিকদের ব্যবধান বাড়ান। এবার ডান দিক থেকে সাবিনার ক্রস ভলি করে সেভ করেন মালয়েশিয়া। তবে সফরকারীদের রক্ষণ থেকে বল ঠিকমতো ক্লিয়ার হয়নি। যে কারণে অনেকটা ফাঁকায় বল পেয়ে যান মনিকা। প্রথমে তার শট লাগে সফরকারী কয়েক জনের গায়ে। তবে ঠিকই মনিকা পেয়ে যান বল। এবার আর ভুল করেননি তিনি। দারুণ এক শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন। সঙ্গে সঙ্গে গোল আনন্দে মেতে ওঠে বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই আরেকটি গোল।

৭৩তম মিনিটে ঋতুর ক্রস থেকে বল পেয়ে হেডে গোল করেন কৃষ্ণা। এরপরও গোলের ক্ষুধা একটুর জন্যও কমেনি লাল-সবুজ প্রতিনিধিদের। শেষ পর্যন্ত অবশ্য সাবিনারা আর ব্যবধান বাড়াতে পারেনি। তবে ঠিকেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। এরফলে প্রতিপক্ষের বিপক্ষে ২০১৭ সালে হেরে যাওয়ার প্রতিশোধটাও নেয়া হল তাদের। আগামী রোববার শেষ প্রীতি ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com