September 10, 2024, 11:04 am
মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নে ১৯৬৩ সালের সুনামধান্য শিক্ষা প্রতিষ্ঠান মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাগেরহাট দুদক সমন্বিত জেলা কার্যালয় পরিচালিত সহকারী পরিচালক জাহিদ ফজল বিদ্যালয়ের দ্বিতীয় তলায় সততা স্টোর ফিতা কেটে উদ্বোধন করেন। বিক্রেতা ছাড়া ব্যতিক্রমীভাবে পরিচালিত বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের খাদ্য সামগ্রী, খাতা কলম, ব্যবহৃত সকল প্রকার পণ্য ন্যায্য মূল্যে মূল্য তালিকা অনুযায়ী বাক্সে টাকা পরিশোধ করবে। সততার সাথে সেখানে থাকবে না কোন বিক্রেতা বা দরকসাকসি। শুধুমাত্র নিজের বিবেক, নীতি আদর্শে সততা স্টোর পরিচালিত হবে। সতত স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
অনুষ্ঠান প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাকবৃন্দ, ছাত্র-ছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে সততা স্টোরের উদ্দেশ্যে আয়োজক ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির উদ্দেশ্যে সঠিক, বিবেক, নীতি-আদর্শ জীবন গড়ার প্রত্যয় ব্যাক্ত করে শপথ বাক্য পাঠ করান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক দুদক কর্মকর্তা আব্দুর রব ওয়ার্ছী, সাবেক প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সীমান্ত আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার সানজিদা খাতুন, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র শীল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমুখ। সততা স্টোর সততার সাথে পরিচালনা করবেন প্রধান শিক্ষক, সহকারি শিক্ষিকা এবং ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী নিশাত জাহান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব আল মেহেদী।
Comments are closed.