December 6, 2023, 5:44 pm

মুনসুর আহমেদের ২য় মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ

মুনসুর আহমেদের ২য় মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ

আজ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনসুর আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১১টায় পারুলিয়াস্থ মরহুমের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ, যোহর নামাজ বাদ বিভিন্ন মসজিদের দোয়া মাহফিল এবং বিকাল ৩.৩০ মিনিটের সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি-এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। বক্তব্য রাখবেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহŸান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited