February 11, 2025, 12:41 pm
ইতিহাস ঐতিহ্যের প্রাচীণ জনপদ মুন্সিগঞ্জ সদরের রাজা বল্লাল সেনের রামপালের দিঘী থেকে কালো পাথরের মূল্যবান মূর্তির মাথার অংশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯ টায় পূর্বদেওসার এলাকার রহমতউল্লাহ দেওয়ানের জমিতে মাটি কাটার সময় শ্রমিকরা এই মূল্যবান মূর্তিটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। এসময় রামপাল ইউপি সচিব মোহাম্মদ কবির হোসেন, রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে জেলা প্রশাসন কার্যালয়ের ট্রেজারিতে জমা দেন। রামপাল ইউপি সচিব জানান, মূর্তির মাথার অংশটি রামপাল দিঘীতে জমির মাটি কাটার সময় শ্রমিকরা এটি দেখতে পান। পরে খবর পেয়ে উপলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মো. আল জোনায়েদ মহোদয়ের নির্দেশক্রমে ঘটনাস্থল হতে এটি উদ্ধার করে জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেয়া হয়। কালো পাথরের এ মূর্তিটির প্রাপ্ত অংশের ওজন ৪ কেজি ৭৯৮ গ্রাম।
Comments are closed.