February 14, 2025, 4:56 am
যশোর ডিবি ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে ৪টি (৮৮২.৩ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারি আটক হয়েছে। বুধবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার কীর্তিপুর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতর আলামিন হোসেন (২৭),যশোরের বেনাপোল ঘিবা এলাকার শহীদুল ইসলামের ছেল,অপার আসামী মহিবুল (৩৩) নড়াইল জেলা লোহাগড়া উপজেলা জয়পুর এলাকার আঃআওয়াল মোল্লার ছেলে। পুলিশ জানায়, স্বর্ণ পাচারের গোপন খবরে যশোর-বেনাপোল মহাসড়কের উপর ঝিকরগাছা থানার কীর্তিপুর মোড় এলাকায় ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ও ঝিকরগাছা থানা পুলিশের টহল টিম অবস্থান নেয়। এসময় বেনাপোল গামী একটা মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেলের চালক মহিবুল ও যাত্রী আলামিনকে আটক করে। তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, আসামী মহিবুলের কোমড়ে বিশেষ কায়দায় স্বর্ণের বার রক্ষিত রয়েছে। ধৃত আসামীর শরীর থেকে ও আসামীর দেখানো মতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য আশি লক্ষ টাকা তবে এ সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়ে ডিবির ওসি রুপম কুমার সরকার জানায় আটকৃত আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Comments are closed.